গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
তারাগঞ্জ, রংপুর
http://taragonj.rangpur.gov.bd/
স্মারক নং-০৫.৫৫.৮৫০০.০৯২. | তারিখঃ ০১ /১১/২০১৬ খ্রিঃ |
বিষয়ঃ ওয়েব পোর্টাল হালনাগাদকরণ প্রসংগে।
সূত্রঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ই-মেইলের নির্দেশনা।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন ওয়েব পোর্টাল চালু করেছে। তারাগঞ্জ ওয়েব পোর্টাল www.taragonj.rangpur.gov.bdতে উপজেলার মোট ৩৪টি দপ্তরের তথ্য রয়েছে। পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে উক্ত পোর্টালে প্রত্যেক দপ্তরের কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রকল্পের যেসব তথ্য রয়েছে তা হালনাগাদকৃত নয়। ফলে নাগরিক সঠিক তথ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
এমতাবস্থায় আগামী ০৫/১১/২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে আপনার দপ্তরের সকল তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করা হ’ল। সেই সাথে ০৬/১১/২০১৬ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে ওয়েব পোর্টালের উপর একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। উক্ত কর্মশালায় ল্যাপটপ ও ইন্টারনেট মোডেমসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হ’ল।
সংযুক্তিঃ ০১ পাতা।
প্রাপক উপজেলা................................কর্মকর্তা (সকল), তারাগঞ্জ, রংপুর। | (মোছাঃ জিলুফা সুলতানা) উপজেলা নির্বাহী অফিসার তারাগঞ্জ, রংপুর ফোনঃ০৫২২৮-৫৬০০১ ইমেইলঃuno.taragonj5@gmail.com |
অনুলিপিসদয়অবগতিরজন্যপ্রেরণকরাহলোঃ
১।মহাপরিচালক ও প্রকল্প পরিচালক, এটুআই, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।
২। জেলাপ্রশাসক, রংপুর।
৩।চেয়ারম্যান,উপজেলা পরিষদ,তারাগঞ্জ, রংপুর।
৪। অফিস কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস