তারাগঞ্জে কম্পিউটারজ্ঞান সম্পন্ন শিক্ষিত বেকার যুবদের এডভান্স ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ প্রশিক্ষণ আজ থেকে উপজেলা পরিষদ হলরুমে শুরু হল। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা) এর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে, উপজেলা পরিষদের আয়োজনে ও আইসিটি অধিদপ্তর তারাগঞ্জ উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান (লিটন), বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাহমুদা আখতার, ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান ও ৩নং ইকরচালী ইউপির চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জনাব মোঃ রাহেন বাদশা(রায়হান) ও উপজেলা ফ্যাসিলিটেটর জনাব মফিজুল ইসলাম (মুন্না) । আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও প্রশিক্ষক জনাব কামরুল হাসান। মাসব্যাপী এ প্রশিক্ষণে ২২জন যুব অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস